City Today News

বিজয়া সম্মেলনে ICT শিক্ষকদের সরকারিকরণের দাবি জোরালো

আসানসোল রবীন্দ্রভবনে আজ অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখার বিজয়া সম্মেলন। সৌহার্দ্য বিনিময়, মেলবন্ধন ও সবুজায়নের বার্তা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপস্থিতি ও প্রধান অতিথিরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের ICT শিক্ষক-শিক্ষিকারা। সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসআই অফ স্কুল তাপস সেন, জামুরিয়া সার্কেলের এসআই, এবং শিক্ষা রত্নপ্রাপ্ত সুকুমার রুইদাস। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক পল্লব ব্যানার্জি এবং অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাজীব অধিকারী, জেলা সম্পাদক সনাতন আঁকুড়ে, রাজ্য সম্পাদক বিট্টু নন্দীসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেতন কাঠামোর দাবি পূরণ ও সম্মান জ্ঞাপন

দীর্ঘদিনের দাবির পর বেতন কাঠামো সংশোধন এবং বেতন বৃদ্ধির বিষয়টি পূরণ হওয়ায় উপস্থিত সকলের মুখে হাসি ফুটেছে। সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে ফেডারেশনের অবদানের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সবুজায়নের অঙ্গীকার ও বিশেষ আকর্ষণ

অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল সবুজায়নের অঙ্গীকার। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের সূচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের হাতে ছোট ছোট চারাগাছ তুলে দেওয়া হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন সা রে গা মা পা খ্যাত সায়ক ব্যানার্জি এবং বর্ণা চ্যাটার্জি, যাঁরা তাঁদের পরিবেশনা দিয়ে মন জয় করেন।

ICT শিক্ষকদের দাবি

সম্মেলনের শেষ পর্যায়ে স্বরূপ পান বক্তব্যে ICT শিক্ষকদের কন্ট্র্যাকচুয়াল পদের পরিবর্তে সরাসরি সরকারিকরণের দাবি জানান। পাশাপাশি কম্পিউটার বিষয়কে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্যও দাবি জানানো হয়।

City Today News

ghanty

Leave a comment