যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হওয়া হামলার প্রতিবাদ কিছুতেই থামছে না। রাজ্যের নানা প্রান্তে এই ঘটনার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ চলছে। এই পরিপ্রেক্ষিতে আজ আসানসোলের গির্জা মোড় থেকে রাহা লাইন পর্যন্ত তৃণমূল শিক্ষা ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিক্ষোভকারীরা কালো ব্যাজ পরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। ছাত্র নেত্রী দেবরতি ঘোষ বলেন, “এই হামলা শুধু শিক্ষামন্ত্রীর উপর নয়, গোটা শিক্ষাক্ষেত্রের ওপর আঘাত। এমন হামলাকারীদের সমাজে থাকার কোনও অধিকার নেই, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। আজকের এই বিক্ষোভে গির্জা মোড় থেকে রাহা লাইন অবধি একটি প্রতিবাদ মিছিল করা হয়, যেখানে ছাত্র ও শিক্ষকরাও অংশ নেন।
এই বিক্ষোভ স্পষ্ট করে দিল, শিক্ষাক্ষেত্রে কোনওরকম হামলা বরদাস্ত করা হবে না এবং এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন অব্যাহত থাকবে।