আসানসোল পুরনিগম ও এডিডিএর উদ্যোগে বার্নপুরের দুর্গা মন্দিরে শেড নির্মাণ নিয়ে আইএসপি সেলের সঙ্গে বিরোধ

আসানসোল পুরনিগমের ৭৮ নং ওয়ার্ড তথা বার্নপুরের ত্রিবেণী মোড় স্থিত নেপালি ধাওড়াতে পুরনিগম ও এডিডিএর পক্ষ থেকে দুর্গা মন্দিরের শেড বানানোকে কেন্দ্র করে আইএসপি সেলের সাথে মত বিরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে ইস্কো কর্তৃপক্ষ এসে কাজে বাধা দেয় ও কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি এই বিষয়ে আইএসপি সেলের কাছে এই বিষয়ে কোনো অনুমতি বা এনওসি নেওয়া হয়নি। যদিও স্থানীয় কাউন্সিলার অশোক রুদ্র বলেন, আইএসপিকে অনেক আগেই এই বিষয়ে অনুমতি চেয়ে লিখিত আকারে জানানো হয়েছে। যদিও আইএসপির এনওসি আসতে বছর ঘুরে যায়। আসানসোল পুরনিগম বা এডিডিএ এলাকার সামাজিক কল‍্যাণে কোনো কাজে অগ্রসর হলেই আইএসপি সেলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। অথচ নেপালি ধাওড়াতে যারা বসবাস করেন, তাদের বেশীরভাগই আইএসপি সেলের বর্তমান ও প্রাক্তন কর্মী। তাদের দুর্গা মন্দিরটিও ৮০-৮৫ বছরের পুরানো। এখন ইস্কো কর্তৃপক্ষকেই ঠিক করতে হবে, কোনটা করা উচিৎ। আমরা পুনরায় আইএসপি সেলের কাছে এনওসির জন‍্যে আবেদন করব।

ghanty

Leave a comment