City Today News

বিশেষ অতিথিদের উপস্থিতিতে আসানসোল ইন্দিরা ক্লাবে ছট পুজো ক্যাম্পের সূচনা

আসানসোল: আসানসোলের ঐতিহ্যবাহী ইন্দিরা ক্লাব আয়োজিত ২৫ বছর পূর্তি ছট পুজো ক্যাম্পের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান ও কাউন্সিলর শ্রী অমরনাথ চ্যাটার্জি। এই বিশেষ অনুষ্ঠানটি মুনশি বাজারের এম.এইচ স্ট্রিটে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথিরা উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন। অমরনাথ চ্যাটার্জি ফিতে কেটে ক্যাম্পের শুভ সূচনা করেন। দর্শনার্থীদের জন্য আজ সন্ধ্যা ও আগামীকাল সকালের জন্য খাবারের প্যাকেটের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে ও মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরদাস চ্যাটার্জি এবং কাউন্সিলর উৎপল (উদয়) রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের প্রেসিডেন্ট শ্রী বিমল আগরওয়াল, সহ-সভাপতি পবন বার্নওয়াল ও বিনোদ গুপ্ত, সেক্রেটারি টুনটুন গার্ডিয়া, এবং ট্রেজারার বিট্টু ভার্মা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে পুজোর আয়োজন সফল করেন।

asansol celebrates 25th anniversary of chhath puja camp at indra club

অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও সহকারি সেক্রেটারি আশীষ গুপ্তা, প্রকাশ দেওয়ান, রাকেশ কেডিয়া, বিকাশ যাদব, অমন, বান্টি, গুড্ডু, রিংকু শ, মাইকেল বার্নওয়াল, টিংকু বার্নওয়াল, বিজয় চৌরাসিয়া, হিমাংশু, সুরেশ যাদব, সুনীল, উদয় ভার্মা, সানি ভার্মা, পিন্টু কুশওয়া, দীপক গুপ্তা, নরেশ বার্নওয়াল, টিংকু বার্নওয়াল, রঞ্জিত বার্নওয়াল ও শ্যাম বার্নওয়াল উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে ছট পুজোর ঐতিহ্য ও গুরুত্বের কথা তুলে ধরেন এবং ক্লাব কর্তৃপক্ষের এই আয়োজনের প্রশংসা করেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতে এমন আরও সামাজিক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চান।

City Today News

ghanty

Leave a comment