বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিস্ফোরক মন্তব্য করলেন, পশ্চিমবঙ্গ এখন “অবৈধ অস্ত্রের শপিং মল” হয়ে উঠেছে! রবিবার বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ করেন। অনুষ্ঠান শেষে বর্ধমানের এক গেস্ট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

লালবাজারের নাকের নিচেই অবৈধ অস্ত্র কারখানা!
সুকান্ত মজুমদার বলেন, কলকাতার লালবাজার পুলিশের সদর দফতরের কাছেই একটি অবৈধ অস্ত্র কারখানা ধরা পড়েছে, যার মালিক মুঙ্গেরের সঙ্গে যুক্ত। এ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “লালবাজারে তো শীর্ষ পুলিশ আধিকারিকরা বসেন! যদি তাদের নাকের নিচেই এই অস্ত্র ব্যবসা চলে, তবে পুলিশ ও রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী (মুখ্যমন্ত্রী) কতটা অযোগ্য?” তিনি আরও বলেন, “অযোগ্যতার প্রতিযোগিতা হলে মমতা ব্যানার্জি দেশজুড়ে সোনা জিততেন!”
ক্যানিংয়ে উদ্ধার ১৯০ রাউন্ড গুলি! অস্ত্র কারখানার গুলি পাচার হচ্ছে?

ক্যানিংয়ের জীবনতলা এলাকায় ১৯০ রাউন্ড সরকারি নির্মিত গুলি উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে মজুমদার প্রশ্ন করেন, “এই গুলিগুলি কি সরকারি অস্ত্র কারখানা থেকে আসছে? নাকি পুলিশের অস্ত্র ভাণ্ডার থেকে পাচার হচ্ছে?” তিনি আরও বলেন, “তৃণমূলের ঘাঁটি ক্যানিং ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে এখন অবৈধ অস্ত্রের বাজার গড়ে উঠেছে। পুরো রাজ্য যেন এক অস্ত্রের শপিং মল হয়ে উঠেছে!”

মুর্শিদাবাদে ‘জিহাদি’ বই উদ্ধার ও অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে তীব্র আক্রমণ
মুর্শিদাবাদে আবু সালেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি ‘জিহাদি’ বই উদ্ধারের ঘটনা নিয়েও তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস শুধু সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল। রাজ্যে ৩০% এর বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, যার বড় অংশই অনুপ্রবেশকারী। এই জিহাদি কার্যকলাপ ও অনুপ্রবেশের পিছনে মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদত রয়েছে।”
দিল্লি ট্র্যাজেডি নিয়ে রেলকে দায়ী করা কতটা যুক্তিযুক্ত?

দিল্লির ভিড়-জনিত দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মজুমদার বলেন, “আমি মনে করি না এটি রেলের ব্যর্থতা। মানুষ যদি নিয়ম না মানে, তবে কীভাবে রেলওয়ে দায়ী হবে? ইঞ্জিনের ওপর পর্যন্ত মানুষ উঠে পড়েছিল! রেল অনেক ট্রেন চালিয়েছে, কিন্তু ভিড় আশা থেকেও বেশি ছিল। গুজব ছড়ানোর কারণেও বিপর্যয় হয়েছে।”
বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদী অনেক কুকুরের লেজ সোজা করে দিয়েছেন! ইউনুস এখন একটা ফুটো হয়ে যাওয়া বেলুন মাত্র।”
শুভেন্দু অধিকারী অনুপস্থিত, রাজ্য সভাপতির ঘোষণা শীঘ্রই
এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছিলেন না। এ নিয়ে প্রশ্ন করা হলে মজুমদার বলেন, “প্রত্যেকেরই নিজস্ব কর্মসূচি থাকে।” একইসঙ্গে তিনি জানান, চলতি মাসের শেষের দিকেই বিজেপির নতুন রাজ্য সভাপতির ঘোষণা করা হবে।