ভ্যানের ধাক্কায় অটো উল্টে মৃত্যু এক মাধ্যমিক পরীক্ষার্থীর মায়ের

unitel
single balaji

চলছে আইসি এসসির মাধ্যমিক পরীক্ষা। সোদপুরে এক বেসরকারি স্কুলের সিট পড়েছে আতপুরে একটি ইংরাজি মাধ্যম স্কুলে। সেখানে সৃজা সেনগুপ্ত কে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে আসছিলেন তার মা শিউলি সেনগুপ্ত। সোদপুর থেকে ট্রেনে এসে শ্যামনগর নামার পর সেখান থেকে অটো ধরেন তারা। এক অটোতে মোট ছজন উঠে পড়ে তিনজন পরীক্ষার্থী আর তিনজন অভিভাবক। শ্যামনগর পাওয়ার হাউসের কাছে আসতে ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লেগে উল্টে যায় অটো। গুরুতর আহত হন প্রত্যেকেই। তার মধ্যে শিউলি সেনগুপ্ত অজ্ঞান হয়ে যান ঘটনাস্থলেই। তাকে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে। সেখানেই চিকিৎসক রা তাকে মৃত বলে ঘোষনা করে।

ghanty

Leave a comment