আসানসোল পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড, গুঞ্জন পার্ক চাষি পাড়া এলাকায় পাইপলাইন বসানোর কাজ চলছে। এই কাজের কারণে কিছু কৃষকের ফসল নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে তারা বড় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। সোমবার, ঠিকাদার সংস্থার পক্ষ থেকে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়।
স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি ভোলা পাশওয়ান জানান, ওই এলাকার কৃষকরা মূলত গরিব পরিবার থেকে আসেন। তাই তাদের ক্ষতির পরিমাণ কিছুটা পূরণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পৌরসভা ও ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা অন্তত কিছুটা সান্ত্বনা পান।
ক্ষতিপূরণ পেয়ে খুশি হয়েছেন কৃষকরা। কৃষক প্রবীণ মাহাতো বলেন, “সরকারি কাজের প্রতিবন্ধকতা আমরা চাই না, তবে নিজের ক্ষতিপূরণের আশা ছিল। আজ সেই টাকা হাতে পেলাম, এজন্য পৌরসভা ও ঠিকাদার সংস্থাকে ধন্যবাদ জানাই।”
এই পদক্ষেপ প্রশাসনের মানবিক দিককে তুলে ধরেছে এবং কৃষকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।