নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের অন্যতম বড় বাজেটের পূজা হিসেবে পরিচিত উর্বশী দুর্গা পূজা কমিটি। এবছর পূজা তার ২১তম বছরে পদার্পণ করলো। এবারের পূজার বাজেট ৩৫ লক্ষ টাকা। রাজস্থানের ‘ওয়ান পিস’ থিমে তৈরি হচ্ছে মণ্ডপ। পর্যটকরা যখন মণ্ডপে প্রবেশ করবেন, তারা রাজস্থানি প্রাসাদসহ অনেক আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন। শুভ চতুর্থীতে এই পূজার দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আয়োজকরা জানিয়েছেন, তাদের পূজা মণ্ডপ এবারও সবার দৃষ্টি আকর্ষণ করবে।
এছাড়াও জানা গেছে, প্রতিবারের মতো এবছরও আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমার কারুকার্যে নতুনত্ব আনা হয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। রাজস্থানের ঐতিহ্যকে তুলে ধরার জন্য মণ্ডপের প্রতিটি কোণে নানান শৈল্পিক নিদর্শন রাখা হয়েছে।
দুর্গাপুরের উর্বশী পূজা বিগত ২১ বছর ধরে তার বিশেষত্ব ধরে রেখেছে। বিশেষ করে তাদের প্রতিবারের থিম আর আকর্ষণীয় আলোকসজ্জার জন্যই এই পূজা বিশেষ খ্যাতি অর্জন করেছে। এবারের থিম “ওয়ান পিস রাজস্থান” বিশেষভাবে রাজস্থানের সংস্কৃতি এবং ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে। দর্শনার্থীরা এক রাজকীয় প্রাসাদের আদলে তৈরি মণ্ডপে প্রবেশ করে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন।
প্রদীপ মজুমদার পূজার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এমন পূজা আমাদের ঐতিহ্যের পরিচায়ক। রাজ্য সরকার সর্বদাই এরকম উদ্যোগকে সমর্থন জানিয়ে আসছে।” কবি দত্ত এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীও পূজার আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন, “এবারের পূজা দুর্গাপুরে ভিন্ন মাত্রা আনবে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্য সম্পর্কে অবগত করবে।”