পাণ্ডবেশ্বর: পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের তিলাবনী কোলিয়ারিতে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দুষ্কৃতী দল প্রবল তাণ্ডব চালিয়েছে। কোলিয়ারি প্রাঙ্গণের সম্পত্তি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। কোলিয়ারির নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদের একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল। এর পর, দুষ্কৃতীরা বহু মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে পালিয়ে যায়।
নিরাপত্তাকর্মীরা আরও অভিযোগ করেছেন যে, তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোলিয়ারির বহু গুরুত্বপূর্ণ সামগ্রী লুঠ হওয়ার পাশাপাশি কর্মীদের মনোবলে আঘাত হেনেছে এই ধরনের ঘটনা। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে বিশেষ তল্লাশি শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তদন্তের পাশাপাশি কোলিয়ারির নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন বলেছে যে তারা দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে। এ ধরনের হামলা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে এবং কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।