বারাবনিতে ১০০ গরিব পরিবারের হাতে পরিবেশবান্ধব চুলা বিতরণ।

বারাবনি, জামগ্রাম: বারাবনি ব্লকের জামগ্রাম কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও গরিব মানুষের জীবনমান উন্নতির লক্ষ্যে ১০০ জন গরিব মহিলা ও পুরুষের হাতে ধোঁয়াহীন রান্নার চুলা তুলে দেওয়া হলো। এই উদ্যোগ নেওয়া হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। এ ছাড়া, উপস্থিত ছিলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শিলাদিত্য ভট্টাচার্য, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত।

f6092a35 2c01 4a35 b614 222edb6d8252

পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার দিকে বড় পদক্ষেপ

ধোঁয়াহীন চুলা পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি গ্রামীণ মহিলাদের রান্নার সময় ধোঁয়ার কারণে হওয়া শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি দেবে। আধিকারিকদের মতে, এই উদ্যোগ বারাবনির পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নেবে।

গ্রামবাসীদের প্রশংসা

চুলা পেয়ে গ্রামবাসীরা খুবই খুশি। উপস্থিত মহিলারা বলেন, “ধোঁয়াহীন চুলা আমাদের জীবনে এক বড় পরিবর্তন আনবে। রান্নার সময় আর চোখ জ্বালাপোড়া করবে না।”

Screenshot 2024 12 05 165842

ভবিষ্যৎ পরিকল্পনা

পলিউশন কন্ট্রোল বোর্ড এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এরকম আরও পরিবেশ সচেতন কর্মসূচি বিভিন্ন গ্রামে নেওয়া হবে।

ghanty

Leave a comment