রানীগঞ্জ: এক রাতের ব্যবধানে পরপর দুটি ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করল রানীগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে 8 জন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে গঠিত বিশেষ পুলিশ বাহিনী প্রথম অভিযানে কুমোরবাজারের গ্যাস গোডাউনের পাশে জঙ্গল থেকে ৪ ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে, আর দ্বিতীয় অভিযানে দামোদর নদীর চর থেকে আরও ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
প্রথম অভিযানে জঙ্গল থেকে ধরা পড়লো ৪ ডাকাত!
গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ কুমোর বাজার ও বক্তানগর সংলগ্ন জঙ্গলে অভিযান চালায়। সেখানে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড, লাইলন দড়ি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময়ই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ধৃতদের পরিচয়:
🔹 দেবেন ভূঁইয়া (২২), পড়াশিয়া কুলিয়ারী
🔹 মোহাম্মদ আকতার রেইন (৩০), হরিপুর, মধুবনী, বিহার
🔹 বিবেক ডোম (২৪), কুমোর বাজার
🔹 দানিস আনসারী (২১), শহীদ নগর, রানীগঞ্জ
পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, ধারালো ভোজালি, লোহার রড, লাইলন দড়ি উদ্ধার করেছে।
দ্বিতীয় অভিযানে দামোদর নদীর চর থেকে আরও ৪ ডাকাত গ্রেফতার!
পুলিশের হাতে উঠে আসে আরও একটি বড় তথ্য—বল্লভপুর ফাঁড়ির কাছে দামোদর নদীর চরে আরও একটি ডাকাত দল জড়ো হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে রানীগঞ্জ থানার পুলিশ ফের অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে ধরে ফেলে।
ধৃতদের পরিচয়:
🔹 রঞ্জিত বাল্মিকী (১৯), বল্লভপুর
🔹 মঙ্গল বাউরি (৩০), রঘুনাথ চক, বল্লভপুর
🔹 আকাশ বাল্মিকী (২৮), নেপালি পাড়া
🔹 গৌড় গোফ (৩০), বেলুনিয়া
এদের কাছ থেকে পুলিশ লোহার টেন্সার ব্লেড, স্টিলের লাঠি, রড, দড়ি ও ধারালো ছুরি উদ্ধার করেছে।
আদালতে তোলা হল ধৃতদের! কঠোর পদক্ষেপ পুলিশের
৪ জানুয়ারি প্রথম দলটিকে এবং ৫ জানুয়ারি দ্বিতীয় দলটিকে গ্রেফতার করার পর পুলিশ সোমবার আসানসোল জেলা আদালতে তোলে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা করার অভিযোগ দায়ের হয়েছে। রানীগঞ্জ থানার পুলিশের এই সাফল্য সমগ্র এলাকায় সাড়া ফেলে দিয়েছে।