আসানসোল: নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান শনিবার পার্বতী ম্যারেজ হলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
শিশুদের পরিবেশনায় উচ্ছ্বাস:
শিশুদের মনোমুগ্ধকর নাচ-গানের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতী গ্রুপ অফ এডুকেশনের প্রতিষ্ঠাতা সচিন রাই, স্কুলের প্রধান শিক্ষিকা মিতা রাই, গৌরব রাই, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
সকল দিক দিয়ে ছাত্রদের উন্নয়নের প্রয়াস:
এই উপলক্ষে সচিন রাই, মিতা রাই এবং গৌরব রাই বলেন, “নর্থ পয়েন্ট স্কুল পরিচালনার সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির লক্ষ্য হল ছাত্রদের সর্বাঙ্গীন উন্নয়ন। পড়াশোনার পাশাপাশি ছাত্রদের লুকিয়ে থাকা প্রতিভাও বিকশিত করার জন্য আমরা সবসময় প্রচেষ্টা করি। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই প্রচেষ্টারই অংশ।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ:
অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন ধরণের নৃত্য পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। প্রায় প্রতিটি ছাত্র-ছাত্রীই নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। উপস্থিত অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সন্তানের প্রতিভা বিকাশের জন্য এমন আরও অনুষ্ঠানের আবেদন জানান।