জামুড়িয়া: শনিবার জামুড়িয়া বিধানসভা এলাকার বিজপুর গ্রাম দক্ষিণ বাউরী পাড়ায় পৌঁছলেন বিজেপি নেতা ও আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ওই এলাকার ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর প্রকল্পের কারণে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্রমাগত ব্লাস্টিং-এর কারণে বাড়িঘর ভেঙে পড়ছে।
ক্ষতিগ্রস্তদের সাথে সরাসরি কথা
জিতেন্দ্র তিওয়ারি এলাকার মানুষের সাথে কথা বলে তাঁদের বাড়ির ক্ষয়ক্ষতির অবস্থা পরিদর্শন করেন। বাড়ির দেওয়ালে ফাটল, ভাঙা ছাদ ও মাটির নড়বড়ে অবস্থা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন।
তিওয়ারির হুঁশিয়ারি
পরিদর্শনের পর সাংবাদিকদের সামনে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “ECL-এর এই প্রকল্পের কারণে এলাকার গরিব মানুষ দুর্ভোগে পড়েছে। তৃণমূল নেতারা মানুষের সমস্যার তোয়াক্কা করছে না। কিন্তু বিজেপি এটা হতে দেবে না। গরিব মানুষের অধিকারের সাথে খেলতে দেব না।”
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি করা হবে এবং এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। তিনি স্পষ্ট করেন যে, বিজেপি এই ইস্যুতে জোরালো প্রতিবাদ জানাবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
স্থানীয়দের ক্ষোভ
এলাকার মানুষ অভিযোগ করেছেন যে, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিকে আশার আলো হিসেবে দেখছেন।