অমৃতনগর, ২৮ ডিসেম্বর ২০২৪: ইসিএল সাইডিংয়ে বালি নিয়ে যাওয়ার পথে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। অমৃতনগর কোলিয়ারির কাছে বেহাল রাস্তার মধ্যে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ৫৭ বছর বয়সী চিন্তা দেবী গেনেরির। তিনি তার নাতির সঙ্গে স্কুটিতে করে পুজো দিতে যাচ্ছিলেন।
দুর্ঘটনা ও ক্ষোভের স্ফুরণ
ঘটনাস্থলেই মৃত্যু হয় চিন্তা দেবী গেনেরির। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দেহ ফেলে রাস্তা অবরোধ করেন। তারা দাবি করেন:
- ক্ষতিপূরণ দিতে হবে।
- বালি ও ভারী যান চলাচল বন্ধ করতে হবে।
- রাস্তা দ্রুত মেরামত করতে হবে।

ডাম্পারে ভাঙচুর ও চালকের অবহেলা
বিক্ষুব্ধ এলাকাবাসীরা পাঁচটি বালি বোঝাই ডাম্পারে ভাঙচুর চালায়। অভিযোগ, ঘাতক ডাম্পারের চালক মধ্যপ অবস্থায় ছিলেন এবং খালাসি না থাকায় যান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।
বেহাল রাস্তা: বড় কারণ
এলাকার মানুষজনের দাবি, দীর্ঘদিন ধরে তারা রাস্তা মেরামতির দাবি জানালেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। এর ফলে বেহাল রাস্তা দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা দাবি করেছে, যতক্ষণ না প্রশাসন দাবি পূরণ করছে, তারা রাস্তা ছাড়বেন না।