শীতের সকালে রক্তাক্ত দুর্গাপুর! দেওরের হাতে বৌদির নৃশংস খুন!

দুর্গাপুর: এক ভয়ঙ্কর ঘটনায় শীতের সকালে রক্তাক্ত হলো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকা। পারিবারিক বিবাদের জেরে দেওরের হাতে নৃশংসভাবে খুন হলেন বৌদি বিন্দু রুইদাস (৩২)। শুধু তাই নয়, বৌদিকে বাঁচাতে গেলে গুরুতর আহত হন তাঁর শাশুড়িও।

ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাসকে গ্রেফতার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

শোকার্ত পরিবার, আতঙ্কিত এলাকাবাসী

শনিবার সকালেই বিন্দু রুইদাস ও তাঁর দেওর বিষ্ণুর মধ্যে তীব্র বচসা বাঁধে। অভিযোগ, তারপরই রাগের বশে বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। গলার ও শরীরের একাধিক জায়গায় বটির আঘাত লাগে।

এত রক্তক্ষয়ী আক্রমণে মুহূর্তেই লুটিয়ে পড়েন বিন্দু। তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর শাশুড়ি। কিন্তু, বিষ্ণু তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে।

শাশুড়ির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়।

অভিযুক্ত গ্রেফতার, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল

খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেফতার করা হয়।

এসিপি সুবীর রায় বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক বিবাদের কারণেই এই খুন। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক টিম তদন্তে নামবে।”

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা দাবি করছেন, পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল, যা অবশেষে প্রাণঘাতী হয়ে উঠলো।

ghanty

Leave a comment