বার্নপুর (পশ্চিম বর্ধমান):
শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় রঙিন হয়ে উঠেছে বার্নপুর। তারই প্রেক্ষিতে, এবি টাইপ দুর্গাপুজো কমিটি বৃহস্পতিবার খুঁটি পূজা করে ২০২৫ সালের দুর্গাপুজোর শুভ সূচনা করল। মন্ত্রোচ্চারণ ও নারকেল ভেঙে, মা দুর্গার কাছে আগত পূজোর সফলতার প্রার্থনা করা হয়।
🎉 পুজোতেও থিমে থাকছে চমক:
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের থিম হবে সামাজিক বার্তায় পরিপূর্ণ ও নজরকাড়া। আগামী কয়েক দিনের মধ্যেই প্যান্ডেলের নির্মাণ কাজ শুরু হবে এবং দর্শনার্থীদের জন্য থাকবে চমৎকার আলোকসজ্জা ও শিল্পের নিদর্শন।
🧒 শিশু থেকে প্রবীণ, সকলের মাঝে উৎসবের আমেজ:
খুঁটি পূজার পর থেকেই পাড়াজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শিশুদের মধ্যে নতুন জামার উন্মাদনা, প্রবীণদের মুখে পুজোর স্মৃতি – সব মিলিয়ে পুজো ঘিরে চলছে ব্যাপক উত্তেজনা।
❤️ সামাজিক দায়বদ্ধতাকেও প্রাধান্য:
কমিটির সভাপতি জানান, এই পুজোর সময়ে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প ও নারীকল্যাণমূলক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সমাজের প্রান্তিক মানুষেরাও উপকৃত হন।
📸 উপস্থিত ছিলেন:
খুঁটি পূজার সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি দেবাশীষ মুখার্জী, সম্পাদক সঞ্জয় বাউরি, কোষাধ্যক্ষ অরিন্দম ঘোষাল, সহ-সম্পাদক বাবলু দাস সহ বহু পুজোপ্রেমী ও স্থানীয় বাসিন্দা।