মারধরের অভিযোগ, অতিরিক্ত টাকা: আসানসোল মিউনিসিপালিটির বৈঠকে সমাধান?

আসানসোল: আসানসোলের ২২ নম্বর ওয়ার্ডে নবন্যা কো-অপারেটিভ হাউজিং কলোনির বাসিন্দাদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।

কংগ্রেস নেতা প্রসঞ্জিত পুইতুন্ডি মেয়রের দ্বারস্থ

আজ, কংগ্রেস নেতা এবং কলোনির সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি অন্যান্য সদস্যদের নিয়ে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে উপস্থিত হন। মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে তাঁদের একটি বৈঠক হয়, যেখানে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান অনিমেষ দাস উপস্থিত ছিলেন।

সংঘর্ষের কারণ: পরিষ্কার পরিচ্ছন্নতার দাবিতে বিক্ষোভ

প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, “আমরা প্রতিবাদস্বরূপ রাস্তার উপর আবর্জনা ফেলেছিলাম। কিন্তু যে ভাবে স্থানীয় কাউন্সিলর ও তাঁর লোকজন আমাদের মারধর করলেন তা নিন্দনীয়।”

অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

পুইতুন্ডি জানান, “এবার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের ১০০০ টাকা দিতে বলা হচ্ছে, যদিও আগে কখনও টাকা দিতে হয়নি। এমনকি এই বছর আমরা ২৫০০ টাকা জমা দিয়েছি। আমাদের কাছে স্যানিটারি সুপারভাইজারের সই করা নথিও আছে।

মেয়র বিধান উপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে সুপারভাইজারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা কোন বিভাগে জমা পড়েছে।

সমাধান ও মেয়রের বার্তা

মেয়র বলেন, “অপ্রীতিকর ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। দুই পক্ষেরই ভুল হয়েছে। আগামীতে এই ধরনের পরিস্থিতি এড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বাসিন্দাদের হুঁশিয়ারি

পুইতুন্ডি বলেন, “আমাদের একটাই দাবি, আমরা পরিষেবা চাই। পরিষেবা না পেলে আমরা আবারও প্রতিবাদ করব। কোনো শক্তি দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না।”

ghanty

Leave a comment