আসানসোল: আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে দীর্ঘ ৭-৮ দিন ধরে জল সরবরাহ বন্ধ থাকায় চরম সংকট দেখা দিয়েছে। শুক্রবার, মন্দিরের পুরোহিত ও কমিটির সদস্যরা মন্দিরের সামনে প্রধান রাস্তা অবরোধ করেন।
জল নেই, ভোগ-স্নান বন্ধ মায়ের!
মন্দিরের পুরোহিতদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে মন্দিরে এক ফোঁটা জলও সরবরাহ হচ্ছে না। এই পরিস্থিতিতে দেবীর স্নান করানো তো দূরের কথা, ভোগ রান্নার জন্যও মাইলের পর মাইল দূর থেকে জল আনতে হচ্ছে। মন্দিরে আসা ভক্তরাও জল না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ পুরোহিত ও কমিটি
পুরোহিতরা জানান, একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান মেলেনি। মন্দির কমিটির এক সদস্য বলেন, “জল না এলে আমরা রাস্তাতেই থাকব। মায়ের সেবা বন্ধ হয়ে গেলে সেটা আমাদের কাছে লজ্জার বিষয়।”
অবরোধে নড়েচড়ে বসে প্রশাসন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কল্যাণেশ্বরী ফাঁড়ির কর্মকর্তারা। তাঁরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে পুরোহিত ও স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দেন যে, জল সরবরাহ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।