আসানসোল: দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার না হওয়ার অভিযোগে রবিবার আসানসোলের বিবেকানন্দ সরণির নব অনন্যা কমপ্লেক্সের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ বাসিন্দারা গাছপালা, ঝোপঝাড় ও আবর্জনা রাস্তায় ফেলে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বাসিন্দাদের ক্ষোভের কারণ
বিক্ষোভকারীদের অভিযোগ, আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বছরে মাত্র একবার তাদের কমপ্লেক্সের ঝোপঝাড়, গাছের ডাল ও আবর্জনা পরিষ্কার করে থাকেন। তারা দাবি করেন, দুর্গাপুজোর সময় থেকে পরিষ্কার করার কথা বলা হলেও তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাসিন্দাদের অভিযোগ, পুরসভাকে নিয়মিত কর প্রদান করা সত্ত্বেও তারা ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না। এদিন উত্তেজিত বাসিন্দারা রাস্তা অবরোধ করে গাছপালা ও আবর্জনা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখান।
উত্তেজনা ও হাতাহাতি
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান অনিমেষ দাস ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন। এই সময় অনন্যা কমপ্লেক্স সোসাইটির সম্পাদক প্রসেনজিৎ পোয়িতাণ্ডির সাথে তার সমর্থকদের বচসা শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, অনিমেষ দাসের এক সমর্থক প্রসেনজিৎ পোয়িতাণ্ডিকে ধাক্কা দেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে ঘটনাস্থলে বড় পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাউন্সিলরের প্রতিশ্রুতি ও মহানাগরিকের প্রতিক্রিয়া
পরিস্থিতি শান্ত হওয়ার পর কাউন্সিলর অনিমেষ দাস নিজে দাঁড়িয়ে থেকে আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করেন। অন্যদিকে মহানাগরিক বিধান উপাধ্যায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিনের ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।