দুর্গাপুর:
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে টানা দু’দিনের কর্মবিরতিতে শামিল হলেন দুর্গাপুর নগর নিগমের পৌর স্বাস্থ্যকর্মীরা। বুধবার দুপুর ১টা নাগাদ কাজ বন্ধ রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল হন রাজ্য পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। পরে তাঁরা সিটি সেন্টার এলাকায় একটি মিছিলও করেন।
এই কর্মবিরতির জেরে দুর্গাপুর নগর নিগম এলাকার পৌর স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, দুর্গাপুর নগর নিগম এলাকায় প্রায় ১৫০ জন পৌর স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন এবং বুধবার সকাল থেকেই সকলেই কর্মবিরতিতে অংশ নেন।
আন্দোলনকারী স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি না পাওয়া এবং চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সমস্যায় ভুগছেন। একাধিকবার দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তাঁদের অভিযোগ।
বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পাল। তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“আমাদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান মেলেনি। যতক্ষণ না দাবি মানা হচ্ছে, ততক্ষণ কর্মবিরতি প্রত্যাহার করা হবে না। সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও এই আন্দোলন চলবে।”
অন্যদিকে, কর্মবিরতির ফলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, বাড়ি বাড়ি নজরদারি ও জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ নাগরিকদের একাংশ। এখন দেখার, আন্দোলনের চাপে কবে এবং কীভাবে প্রশাসন কোনও সমাধানসূত্রে পৌঁছায়।











