• nagaland state lotteries dear

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত আসানসোলের প্রবীণ সাংবাদিক রতন চ্যাটার্জি

আসানসোল: আসানসোলের প্রবীণ সাংবাদিক ও হিন্দি এবং বাংলা সাপ্তাহিক পত্রিকা ইন্ডাস্ট্রিয়াল অর্গান-এর সম্পাদক রতন চ্যাটার্জি (৭১) মঙ্গলবার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি তাঁর বাসায় একটি চেয়ারে বসে ছিলেন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, তবে তবুও সাংবাদিকতা ছাড়েননি। অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত কাজ করছিলেন।

রতন চ্যাটার্জি আসানসোলের রূপো বাঁধ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর দুই বিবাহিত কন্যা রয়েছেন। সাংবাদিকতার জগতে তিনি এক অমলিন ছাপ রেখে গেছেন। তাঁর করা অনেক প্রতিবেদন সমাজ ও জনমতকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

দুর্ঘটনার পর থেকেই স্বাস্থ্যের অবনতি

কয়েক বছর আগে, বর্ধমানে এক দুর্ঘটনার শিকার হন রতন চ্যাটার্জি। সেই ঘটনার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সপ্তাহে মাত্র একদিন পত্রিকার অফিসে আসতেন।

সাংবাদিক মহলে শোকের ঢেউ

রতন চ্যাটার্জি আসানসোল প্রেস ক্লাব ও পশ্চিমবঙ্গ সাংবাদিক ইউনিয়নের (WBUJ) জেলা পর্যায়ের নেতৃত্বে ছিলেন। তাঁর প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শুধু সাংবাদিক মহলই নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।

সাংবাদিকতার প্রতি অবিচল প্রতিশ্রুতি

অসুস্থতা এবং প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকতার প্রতি তাঁর অবিচল প্রতিশ্রুতি এবং কাজের প্রতি নিষ্ঠা তাঁকে আসানসোল অঞ্চলের সাংবাদিকতায় এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তাঁর করা অনেক প্রতিবেদনে উঠে এসেছে সাধারণ মানুষের কথা ও সামাজিক সমস্যার গভীর চিত্র।

ghanty

Leave a comment