নিজস্ব সংবাদদাতা : জামুড়িয়ার নর্থব্রুক কোলিয়ারির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে ড্রেনের কাছে এক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে মৃতদেহটি দেখতে পান এবং জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত মৃতদেহটি উদ্ধার করে।
এই খবর পেয়ে আসানসোল কর্পোরেশনের শিক্ষা বিভাগের মেয়র কাউন্সিল সুব্রত অধিকারী ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বড়ো সংখ্যক লোকজন জড়ো হয়েছিল, কিন্তু কেউই মৃতদেহ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।
স্থানীয় বাসিন্দা এবং মেয়র কাউন্সিলের দাবি, এই ঘটনাটি কোনো বহিরাগত ব্যক্তির পড়ে যাওয়ার কারণে ঘটতে পারে। তবে তারা দাবি করেন যে পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
জাতীয় সড়কের ধারে এমন একটি ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য সক্রিয় হয়েছে।
আজ ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল, ব্যক্তিটির মৃতদেহ নর্থব্রুক কোলিয়ারি এলাকার পাশে থাকা ড্রেনের পাশের জঙ্গলে পড়ে রয়েছে। কীভাবে ওই ব্যক্তি সেখানে পৌঁছালেন? বা তিনি কি কোনোভাবে জলে পড়ে গিয়ে মারা গেছেন? এই রহস্য এখনও অমীমাংসিত। পুলিশ সমস্ত সম্ভাব্য দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে।