নিজস্ব সংবাদদাতা : আসানসোল: কুলটি থানা এলাকার শীতলপুর ঘাটে দামোদর নদে স্নান করতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কুলটি থানার পুলিশকে এই বিষয়ে অবগত করা হয়।
এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালান। যারা নদীতে ডুবে যান, তাদের মধ্যে একজন কৃষ্ণ কুমার, তিনি রাঁচির বাসিন্দা এবং অন্যজন ভানস কুমার, স্থানীয় বাসিন্দা। দুজনই নদীতে ডুবে মারা যান।
একজনের মৃতদেহ রামঘাটের কাছে এবং অন্যজনের মৃতদেহ মানিকেশ্বরের কাছে পাওয়া গেছে। জানা যায়, কৃষ্ণ কুমার ডাক বিভাগের কর্মচারী ছিলেন, তিনি কলকাতায় কাজ করতেন। দুর্গাপুজোর সময়ে প্রায়ই ভানসের সঙ্গে দেখা করতে আসানসোলে আসতেন। এবারও তিনি তাঁর বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন।
দুই বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। এই ঘটনার পর, দুই পরিবারেই পুজোর আনন্দ শোকের মধ্যে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর শোক প্রকাশ করেছেন এবং নদীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হচ্ছে। নদীর ঘাটে আরও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। এদিকে, দুই বন্ধুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।