পাণ্ডবেশ্বর: কুমারডিহি গ্রামের বাউরি পাড়ায় মামার বাড়িতে থাকা দুই যমজ বোন ১লা ডিসেম্বর স্থানীয় উদয় সংঘ মাঠ থেকে নিখোঁজ হয়। ঘটনার ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসী মনে করছেন, দুই বোনকে ফিরে পাওয়ার আশার আলো ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে।
তদন্তে কোনো অগ্রগতি নেই
ঘটনার দিন পুলিশ একটি প্রশিক্ষিত কুকুর নিয়ে এসে তদন্ত চালালেও কোনো সূত্র মেলেনি। নিখোঁজ দুই বোনের বাবা বাপি বাউরি জানান, “পুলিশ তদন্তের বিষয়ে আমাদের কিছুই জানাচ্ছে না। তাই কমিশনারেটের কাছে গিয়ে আমি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আবেদন করেছি।”
বাউরি সমাজ ও গোয়ালা সমাজের প্রতিবাদ
পরিবারের পাশাপাশি বাউরি সমাজ ও গোয়ালা সমাজ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এই দুই সংগঠন ইতিমধ্যেই থানার সামনে প্রতিবাদ দেখিয়েছে এবং সাত দিনের মধ্যে বোনদের খোঁজ না পাওয়া গেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে।
থানার সামনে প্রতিবাদ
বুধবার, নিখোঁজ যমজদের মামাবাড়ির প্রতিবেশীরা পাণ্ডবেশ্বর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় তৃণমূলের আঞ্চলিক সভাপতি খোকন মণ্ডল ও স্থানীয় তৃণমূল নেতারাও প্রতিবাদীদের পাশে দাঁড়ান। তৃণমূল ব্লক সভাপতি কীর্তি মুখোপাধ্যায় বলেন, “আমরা বিধায়কের নির্দেশে পরিবারের পাশে রয়েছি।”
পুলিশের আশ্বাস, প্রতিবাদ অব্যাহত
প্রতিবাদ শেষে ১০-১২ জন প্রতিনিধি থানার আধিকারিকের সঙ্গে দেখা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন এবং স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। এক প্রতিবাদকারী বলেন, “পুলিশ কেন এখনও সমস্যার সমাধান করতে পারছে না, তা আশ্চর্যের বিষয়।” তিনি আরও বলেন, “পুলিশ যদি দ্রুত নিখোঁজ দুই বোনকে উদ্ধার করতে না পারে, তাহলে বড় আন্দোলন শুরু হবে।”