কুলটি: জাতীয় সড়ক ১৯-এর উপর কুলটি থানার চৌরঙ্গী চৌকির কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ১২ চাকার গম বোঝাই ট্রাকটি উল্টে যায়। ট্রাক চালক বিলটু যাদব জানান, তিনি বিহার থেকে কলকাতার ধূলাগড়ের দিকে যাচ্ছিলেন গম বোঝাই ট্রাক নিয়ে।
বিলটু যাদব বলেন, ‘‘পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সামনে চলে আসে। তাকে জায়গা দিতে গিয়ে আমার ট্রাকটি সাইডে সরাই। তখনই ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক ১৯-এর ডামাগরিয়া রেল ব্রিজের কাছে সড়কের পাশে উল্টে যায়।’’
সৌভাগ্যক্রমে, ট্রাক চালক এবং তার সঙ্গীরা নিরাপদ রয়েছেন, তবে ট্রাক এবং গমের বড় ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সাহায্য করতে ছুটে আসেন এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।