বিধাননগর, দুর্গাপুর: মার্টিন লুথার কিং রোডের চরম বেহাল অবস্থার কারণে BJP আজ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় থাকায় এই প্রতিবাদ সংগঠিত হয়। অবরোধের ফলে দুর্গাপুরের অন্যতম ব্যস্ততম রাস্তায় জনসাধারণের অসুবিধার সম্মুখীন হতে হয়।
BJP-র অভিযোগ, বহুদিন ধরেই রাস্তাটি ভেঙে পড়ে রয়েছে এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনও খোঁজখবর রাখে না। প্রতিদিন বহু মানুষ এই রাস্তায় যাতায়াত করেন, অথচ রাস্তার বেহাল দশায় মানুষের চলাচলে বিপত্তি সৃষ্টি হচ্ছে। চালকদের প্রতিনিয়ত দুর্ঘটনার ভয় তাড়া করে বেড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় পয়ঃনিষ্কাশন জল জমে থাকে, যা দুর্গাপুর পৌরসভায় বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ করা হয়নি। BJP দাবি করেছে, এই রাস্তাটি দ্রুত মেরামত করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।