City Today News

শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য রক্ষায় বড় পদক্ষেপ, ২৩ ও ২৪ নভেম্বর আসানসোলে উৎসব

আসানসোল: আগামী ২৩ ও ২৪ নভেম্বর বার্নপুরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মন্দির নৃত্য উৎসব আয়োজন করা হবে। এই তথ্য বুধবার আসানসোলের রামবন্ধু তালাবে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানালেন সুবীর দাস এবং তার শিষ্যা প্রিয়াঙ্কা শা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা কমিটির সম্পাদক চাঙ্কি সিং।

উৎসবের পটভূমি

সুবীর দাস জানান, ২০২২ সাল থেকে এই বিশেষ নৃত্য উৎসব শুরু হয়েছে। মূলত তার ২৫ বছরের নৃত্যজীবন পূর্ণ হওয়ার উপলক্ষে ২০২৩ সালে এই উৎসবটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২০২৩ সালে প্রিয়াঙ্কা শা একটি গুরুতর দুর্ঘটনার শিকার হওয়ায় এই উৎসবটি স্থগিত রাখতে হয়।

এই বছর, সেই ক্ষতিপূরণ করতে, উৎসবটিকে আরও বৃহৎ আকারে উদযাপন করা হচ্ছে। সুবীর দাস বলেন, “আমাদের শাস্ত্রীয় নৃত্য আজকের দিনে হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরার জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়।”

অনুষ্ঠানের গুরুত্ব

তিনি আরও জানান, নতুন প্রজন্ম যাতে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারে এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।

উপস্থিতির আহ্বান

সুবীর দাস এবং প্রিয়াঙ্কা শা সবাইকে ২৩ এবং ২৪ নভেম্বর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

City Today News

ghanty

Leave a comment