আসানসোল পৌর কর্পোরেশনের অধীন ৯৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ধর্মপুর ফ্রি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের দিয়ে স্কুল পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবকরা আজ ওয়ার্ড কাউন্সিলর কাহানসা রিয়াজের কাছে অভিযোগ জানান। কাউন্সিলর সমস্ত অভিভাবকদের সঙ্গে স্কুলে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রধান শিক্ষিকা রীতিমতো ক্ষুব্ধ হয়ে কাউন্সিলরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
কাউন্সিলরের অভিযোগ
কাউন্সিলর রিয়াজ জানান, “আমাদের ওয়ার্ডে মোট পাঁচটি স্কুল রয়েছে। বাকিরা ভালোভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষিকা নিয়মিত কোনো না কোনো কারণে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের হয়রান করেন।”
তিনি আরও জানান, “স্কুলটি প্রতি মাসে ৫০০ টাকা ফি নিয়ে চলে। যদিও কিছু গরিব ছাত্রছাত্রীদের জন্য ছাড় দেওয়া হয় এবং কম টাকা নেওয়া হয়। কিন্তু সেই ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুল পরিষ্কার করতে বাধ্য করা হয়।”
প্রধান শিক্ষিকার প্রতিক্রিয়া
অন্যদিকে, প্রধান শিক্ষিকা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “কাউন্সিলর তার পদকে কাজে লাগিয়ে স্কুলে বারবার বাধা সৃষ্টি করছেন। এতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে।”
অভিভাবকদের ক্ষোভ
অভিভাবকদের দাবি, স্কুলের পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে। এমনকি গরিব পরিবার থেকে আসা ছাত্রছাত্রীদের প্রতি এই ধরনের আচরণ শিক্ষার পরিবেশকে কলুষিত করছে।