• nagaland state lotteries dear

দুর্গাপুজোর সময় আসানসোল স্টেশনে মাদক উদ্ধার, তদন্তে আরপিএফ সক্রিয়

আসানসোল রেলওয়ে স্টেশনে দুর্গাপুজো, ছটপুজো এবং কালিপুজো উপলক্ষে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) একটি তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের সময় প্ল্যাটফর্মের ২ নম্বর গেটের কাছে একটি নিরীক্ষাহীন ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভিতরে সন্দেহজনক বস্তু দেখে আরপিএফ সদস্যরা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

আরপিএফ সদস্যদের সন্দেহ হয় যে কোনও যাত্রী মাদক পাচারের উদ্দেশ্যে ব্যাগটি ফেলে রেখেছে। পরে, আসানসোল ডিভিশনের কুকুর বাহিনী, স্টর্ম সল্ট ডগ, ঘটনাস্থলে পাঠানো হয়। কুকুরটি ব্যাগটি পরীক্ষা করে নিশ্চিত করে যে তাতে গাঁজা রয়েছে।

আরপিএফ দল জানিয়েছে, ব্যাগটির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীকে খুঁজে বের করতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আসানসোল স্টেশনে এরকম অপরাধের পরিমাণ বেড়ে যাওয়ায় এই ধরনের অভিযান আরও বাড়ানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

দুর্গাপুজো, ছটপুজো ও কালিপুজোর সময়ে বিভিন্ন রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে, ফলে অপরাধীরা সুযোগ নিয়ে এমন বেআইনি কাজ করে থাকে। রেলওয়ে স্টেশনে আরপিএফের নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

ghanty

Leave a comment