আসানসোল: আন্তর্জাতিক ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল প্রজাতন্ত্র দিবসের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামে শহিদ হওয়া বীরদের স্মরণ করে তিরঙ্গা উত্তোলন করল। সংস্থার চেয়ারম্যান সঞ্জয় সিনহা আসানসোলের অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “এই শহিদদের জন্যই আজ আমরা মুক্ত হাওয়ায় শ্বাস নিতে পারছি। ব্রিটিশ শাসন আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, কিন্তু বিপ্লবী যোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন।”

অনুষ্ঠানে দেশপ্রেমের আবেগে ভাসল সকলে
তিরঙ্গা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং শহিদদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সংস্থার চেয়ারম্যান সঞ্জয় সিনহা এই সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “শহিদদের ত্যাগ কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তাঁদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।”
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সভাপতি সঞ্জয় দাস, সহ-সভাপতি আশীষ কুমার, প্রিয়ব্রত সরকার, শান্তনু, গৌতম ঠাকুর, গোপা, ডাঃ সি.এন. প্রসাদ, রামানন্দ গিরি, হরিরাম প্রসাদ এবং অনিমা সেন। সকলে শহিদদের স্মৃতিতে পুষ্প অর্পণ করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে দেশপ্রেমের আবেগ সৃষ্টি করেন।
শহিদদের স্মরণে বার্তা
অন্যান্য বক্তারা বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উচিত শহিদদের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে দেশের সেবা করা। স্বাধীনতা সংগ্রামে তাঁদের আত্মত্যাগ আমাদের জীবনের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সংস্থার বিশেষ উদ্যোগ
আন্তর্জাতিক ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করে আসছে। প্রজাতন্ত্র দিবসে তাঁদের এই অনুষ্ঠান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় গর্বের এক অনন্য উদাহরণ হিসেবে পরিণত হয়েছে।