পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু অনেকের ধারণা ছিল, মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে চেয়েছেন। তবে, এবার পুজো মণ্ডপে গিয়ে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিফলন দেখা যাবে, দেবী দুর্গার পূজা ও প্যান্ডেলে সেই আভাস স্পষ্ট।
আজ মহালয়ার দিন, অর্থাৎ নবমী তিথিতে আসানসোলের রানীগঞ্জের বল্লভপুরে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দেবীপক্ষের সূচনায় আরজিকর হাসপাতালের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দুর্গাপূজার আনন্দে তারা থাকলেও, তাদের আশা খুব দ্রুত তরুণী চিকিৎসকের জন্য ন্যায় বিচার মিলবে।
দুর্গাপূজার আনন্দের মধ্যে এই ধরনের সামাজিক আন্দোলন ও দাবি জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেবীপক্ষের সূচনা হলেও, আরজিকর কাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা পূজার মধ্যেও সেই আন্দোলনের প্রতিফলন ঘটাচ্ছে।