নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: দুর্গাপূজার মরশুম ঘনিয়ে আসছে, আর এই সময়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করছে। এরই মধ্যে, গতরাতে ১০ টার পর, রানিসায়ার আন্ডারপাসের কাছে জাতীয় সড়ক ১৯-এর সার্ভিস রোডে একটি কালো চার চাকার গাড়ি আটক করে রানিগঞ্জ থানার পুলিশ। গাড়িটি আসানসোলমুখী লেনে যাচ্ছিল।
তল্লাশির সময় পুলিশ একটি বন্দুক এবং দুটি কার্তুজ উদ্ধার করে। গাড়িতে থাকা দুই ব্যক্তি, মিঠুন দাস ওরফে বাবন এবং লাডলা কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, তবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় পুলিশ তাদের হেফাজতে নেয়। মিঠুন দাস উত্তর ২৪ পরগনা জেলার নারায়ণপুর কাদিহাটি এলাকার বাসিন্দা এবং লাডলা উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
তাদের আজ আসানসোল আদালতে তোলা হয়। সূত্রের মতে, তারা জাতীয় সড়কে লুট ও ট্রাক ছিনতাইয়ের পরিকল্পনা করছিল, কিন্তু তার আগেই রানিগঞ্জ থানার পুলিশ তাদের ধরে ফেলে। পূজার আগে এই গ্রেফতারি রানিগঞ্জ থানার একটি বড় সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে।
সম্প্রতি রানিগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় লুটপাটের পরিকল্পনার খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট নজরদারি বাড়িয়েছে। এই ঘটনা তারই অংশ। পুলিশ এখন পুরো চক্রের সন্ধান করতে তদন্ত শুরু করেছে এবং আরও কে বা কারা এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।