আগামী ১৪ অক্টোবর দুর্গাপুর মহিলা কলেজের সামনে দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। কার্নিভালের চূড়ান্ত বৈঠক দুর্গাপুর মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
এইবার কার্নিভালে ১৪টি পূজা কমিটি অংশগ্রহণ করছে। কার্নিভালে বিশেষ চমক থাকছে, এবং পূজা কমিটিগুলির জন্য আকর্ষণীয় পুরস্কারও রাখা হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কবি দত্ত জানান, “দুর্গাপুরের মানুষ দুর্গাপূজা কার্নিভাল নিয়ে অত্যন্ত উত্তেজিত। মহিলা কলেজের সামনে কুমারমঙ্গলাম পার্ক থেকে মহিলা বাহিনী আসবে এবং এখানেই বিচারকরা কার্নিভাল দেখবেন। এরপর কার্নিভাল গান্ধী মোরের দিকে এগিয়ে যাবে। পর্যাপ্ত পুলিশ এবং স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। পাশাপাশি ক্যামেরার মাধ্যমে নজরদারিও চলবে।”
এই কার্নিভালকে ঘিরে দুর্গাপুরে বিশাল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন থেকে স্থানীয় মানুষের সহায়তায়, পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হবে। বিভিন্ন পূজা কমিটিগুলি তাদের নিজ নিজ প্রতিমা ও থিম প্রদর্শনের মাধ্যমে কার্নিভালে অংশগ্রহণ করবে। এইবারের কার্নিভাল আরও বর্ণময় ও চমকপ্রদ হতে চলেছে বলে জানা গিয়েছে।