আসানসোল পৌর সংস্থার ৩৫ নম্বর ওয়ার্ডের রাণাই এলাকায় এক হোমিওপ্যাথি চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে স্থানীয়রা চিকিৎসকের চেম্বার থেকে রক্ত বের হতে দেখে অবাক হন এবং দ্রুত চিকিৎসকের পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা এসে যখন চেম্বারের শাটার তুললেন, তখন চিকিৎসক লাল মোহন খানের ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকারে ফেটে পড়েন সবাই। সন্দেহ করা হচ্ছে, চিকিৎসক আত্মহত্যা করেছেন। জানা গেছে, তিনি রাণীগঞ্জের বস্তি কলোনির বাসিন্দা। মাত্র তিন-চার মাস আগেই তিনি এই চেম্বারটি খুলেছিলেন, পাশের আরেকটি বস্তি এলাকায়ও তার একটি চেম্বার ছিল।
তবে, মৃতদেহের রক্তমাখা পোশাক দেখে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, আত্মহত্যা না কি হত্যা—এই প্রশ্নে তারা সন্দিহান। ঘটনার খবর পেয়ে বরো চেয়ারম্যান ও এলাকার কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছান এবং তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।