নিখোঁজ স্কুল ছাত্রীর খোঁজ মিলল রাঁচিতে, উত্তেজনা তুঙ্গে!

unitel
single balaji

আসানসোল: সেন্ট মেরির নবম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন মোড় এসেছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের রাঁচি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের সদস্যরাও তাকে নিতে পৌঁছেছেন।

পুলিশ চেকিংয়ের সময় স্থানীয় পুলিশ সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করে সবাইকে গ্রেফতার করে রাঁচি থানায় নিয়ে যায়। এরপর আসানসোল দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা পুরো ঘটনা রাঁচি পুলিশকে জানায়।

এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানা রাঁচি পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে এবং নিখোঁজ ছাত্রীর আসানসোলে ফেরানোর প্রচেষ্টা চালাচ্ছে। যদিও এখনও এ বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি, তবে ছাত্রী আসানসোলে ফিরলেই সমস্ত সত্য প্রকাশ পাবে।

ghanty

Leave a comment