• nagaland state lotteries dear

কুলটির বেগুনিয়া বাজারে মহাধুমধাম সহকারে কালী পূজা বিসর্জন!

কুলটির সিদ্ধেশ্বর মন্দির রোডে অবস্থিত বেগুনিয়া বাজারে রোববার সন্ধ্যায় বেগুনিয়া ব্যবসায় সমিতির উদ্যোগে মহাধুমধাম সহকারে কালী পূজার প্রতিমা বিসর্জন করা হয়। প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় বাসিন্দারা গুলাল খেলেন এবং মা কালীকে আবেগঘন বিদায় জানান, যা এই বিশেষ আয়োজনের মূল আকর্ষণ ছিল। শত শত ভক্ত ব্যান্ড বাজনার তালে নাচতে নাচতে নালি পাড়ার পুকুরে পৌঁছান, যেখানে মা কালীকে জলে বিসর্জন দেওয়া হয়।

এই উপলক্ষে শত শত ভক্ত উৎসাহের সঙ্গে যোগ দেন, যাদের মধ্যে শংকর শর্মা, বাবু কর, রাজা চৌধুরী, সীতারাম আগরওয়াল, ঝুম্পা দত্ত, চায়না লাহা, কাকুলি লাহা, সবিতা সিং, বউনি লাহা, রীতা দে, রবি দে সহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এই পূজার আয়োজনে সকল বয়সের মানুষের মধ্যে অসীম উৎসাহ ও ভক্তি দেখা গিয়েছে। বিসর্জন উৎসব বেগুনিয়া বাজার এবং আশেপাশের এলাকায় ভক্তি ও উৎসাহের এক আলাদা পরিবেশ সৃষ্টি করেছে।

ghanty

Leave a comment