City Today News

পরিবেশ নষ্ট করে জমি ভরাট, পুলিশের অভিযানে ধরা পড়ল মূল অভিযুক্ত

আসানসোল : জমি ভরাট করে বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে আজ আসানসোল নর্থ থানার পুলিশ দীনেশ গোরাই নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই আসানসোলের বিভিন্ন এলাকায় এই বেআইনি কার্যকলাপ চালাচ্ছিল দীনেশ। গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বের হতে পারে।

জমি ভরাট চক্রের পেছনে বড় চক্রান্তের আভাস

পুলিশ সূত্রে খবর, আসানসোল এবং তার আশপাশের এলাকায় বেআইনি জমি ভরাট করে বিক্রির অভিযোগ বেশ কিছুদিন ধরেই উঠছিল। তদন্তে উঠে এসেছে যে, এই চক্রে একাধিক প্রভাবশালী ব্যক্তি যুক্ত থাকতে পারে। দীনেশ গোরাইকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের নাম জানার চেষ্টা চলছে।

প্রকৃত জমি মালিকদের ক্ষতির অভিযোগ

এই চক্রের কারণে জমির আসল মালিকরা বড় ক্ষতির মুখে পড়ছেন। তাদের জমি জোরপূর্বক ভরাট করে বিক্রি করে দেওয়া হচ্ছিল। অনেক জমির মালিক থানায় অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে।

অভিযোগকারীদের কথা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “জমি ভরাট করার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে, নিকাশি ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ছে। আমরা বারবার এর বিরুদ্ধে অভিযোগ জানালেও চক্রটি প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যেত।”

পুলিশের সতর্কতা

পুলিশ জানিয়েছে, এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জমি কেনার আগে নথি যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

City Today News

ghanty

Leave a comment