দুর্গাপুরের কাঁকসার বামুনারা এলাকায় একটি উচ্চ ভবনের তিনটি ফ্ল্যাটে পরপর চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাউসিং কর্তৃপক্ষ সঠিক নিরাপত্তার ব্যবস্থা না করায় এই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বুধবার সকালে বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা কৌশিক চট্টোপাধ্যায় জানান, “সোমবার গভীর রাতে আমাদের হাউসিংয়ের তিনটি ফ্ল্যাটে চুরি হয়। আমরা ভীষণ আতঙ্কিত। আজ সকালে দেখি, পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবাও বন্ধ। পরে জানতে পারি, নিরাপত্তা রক্ষী এবং কর্মীরা কাজে আসেননি।”
ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার মালানদিঘি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।
গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দ রাই মহান্তি বলেন, “কিছু সমস্যা হয়েছে, আমরা আলোচনা করে সেই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করছি।”