[metaslider id="6053"]

ইসিএল সদর দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ, তিন মাসের বকেয়া বেতন চেয়ে ধর্না!

আসানসোল: শনিবার, ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) সদর দপ্তর সাঁকতোড়িয়ায় চুক্তিভিত্তিক কর্মীরা তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই বিক্ষোভের নেতৃত্ব দেন আইএনটিইউটিসি নেতা অভিজিৎ ঘটক এবং পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিশাল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী এখানে উপস্থিত ছিলেন।

কর্মীদের আর্থিক সংকট

আইএনটিইউটিসি নেতা অভিজিৎ ঘটক জানিয়েছেন, “এই কর্মীদের মজুরি এমনিতেই খুব কম, তার ওপর তাদের বেতন তিন মাস ধরে বন্ধ। এতে তারা প্রায় অনাহারে মারা যাওয়ার পথে।” ঘটক আরও জানান যে আজকের মিটিংয়ে ম্যানেজমেন্টের সাথে আলোচনা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন যে আগামী চার দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে। পূজা বোনাস সম্পর্কেও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

ghanty

Leave a comment