বুধবার বরাবনি বিধানসভার নুনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আসালমনি গ্রামে ‘দুয়ারে সরকার’ শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই এই শিবিরে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ শিবিরে উপস্থিত হন।
বিশেষভাবে এই শিবিরের প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হন বরাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি উপস্থিত জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। প্রশাসনের আধিকারিকদের সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি।

মেয়র বিধান উপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প আবার শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হলো প্রত্যন্ত গ্রামের মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। এখন আর মানুষকে সরকারি সুবিধা পাওয়ার জন্য দফতরে ছুটতে হবে না। সরকার স্বয়ং তাঁদের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে।”

প্রধান প্রকল্পগুলির সুবিধা
এই শিবিরে মূলত নিম্নলিখিত সরকারি প্রকল্পগুলির জন্য আবেদন জমা নেওয়া হয়:
- লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প: মহিলাদের আর্থিক সহায়তা।
- সরস্বতী ভাণ্ডার প্রকল্প: ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত সহায়তা।
- বৃদ্ধাবস্থা পেনশন প্রকল্প: প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা।
- বিধবা পেনশন প্রকল্প: অসহায় মহিলাদের জন্য পেনশন।
- স্বাস্থ্য সাথী কার্ড: দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা।
- রেশন কার্ড: জনবন্টন ব্যবস্থার অধীনে কম খরচে খাদ্য সরবরাহ।

গ্রামবাসীদের উচ্ছ্বাস
শিবিরে উপস্থিত গ্রামবাসীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, আগে সরকারি পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন অফিসে যেতে হতো। এখন গ্রামের মধ্যেই এই পরিষেবা পাওয়ায় তাঁদের অনেক স্বস্তি হয়েছে।
প্রশাসনিক উদ্যোগ
প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের আরও শিবিরের আয়োজন করা হবে। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে সরকারি প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে।