• nagaland state lotteries dear

দুর্গাপুরে রাবণ দহন উৎসবে হাজার হাজার মানুষের সমাগম!

দশমীর দিনেই দশমুখী রাবণকে রামচন্দ্র বধ করেছিলেন। তাই এই দিনটি দশেরা নামে পরিচিত। সেই থেকে দশেরা উপলক্ষে রাবণ দহন করে অশুভ শক্তির বিনাশ করার প্রথা চলে আসছে। আজকের দিনে দুর্গাপুরসহ দেশের অন্যান্য স্থানে আতশবাজি ফাটিয়ে ও বোমা বিস্ফোরণ করে রাবণ দহন করা হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাবণ দহন অনুষ্ঠানের জন্য দুর্গাপুরের রাজীব গান্ধী স্মৃতি ময়দানে ঝাড়খণ্ড, বিহার সহ বিভিন্ন স্থান থেকে মানুষজন সমবেত হন। এই অনুষ্ঠানটি সর্বভারতীয় সংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। এবারের রাবণ দহন অনুষ্ঠানের ৫৬তম বছর। রাবণ দহনের আগে রামলীলা মঞ্চস্থ হয়। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন সরকারি দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি ও ইস্কোর ইনচার্জ ডিরেক্টর বিজেন্দ্র প্রতাপ সিং। এই উপলক্ষে লক্ষাধিক টাকার বাজি ও বোমা ফাটানো হয়। সিআইএসএফ এবং দুর্গাপুর থানার পুলিশের নজরদারিতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রধান আকর্ষণসমূহ:

  • ৫৬তম রাবণ দহন অনুষ্ঠান
  • লক্ষাধিক টাকার বাজি ও বোমার উৎসব
  • ঝাড়খণ্ড ও বিহার থেকেও দর্শনার্থীরা সমবেত
ghanty

Leave a comment