দুর্গাপুর : বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ একাধিক সন্ন্যাসীর গ্রেফতার এবং হিন্দুদের উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে শুরু হয় প্রতিবাদ।
সন্ন্যাসীদের মুক্তির দাবি ও প্রতিবাদের বার্তা
বিক্ষোভকারীরা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবি তোলেন। বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘের সদস্য অজয় বাউরি জানান, “আমরা বাংলাদেশের শান্তি চাই। ইসকন সন্ন্যাসীদের মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। ভারত সরকারও এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমরা ভারত সরকারের থেকেও হস্তক্ষেপ দাবি করছি।”

অগ্নিমিত্রা পালের বক্তব্য
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিম বর্ধমানের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। অগ্নিমিত্রা বলেন, “হিন্দুদের উপর এই অমানবিক অত্যাচার মেনে নেওয়া হবে না। বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে সন্ন্যাসীদের মুক্তি দেওয়া। ভারত সরকারকেও দ্রুত এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে।”
প্রতিবাদের আবহ ও স্থানীয় সমর্থন
প্রতিবাদের সময় এলাকাবাসীও ব্যাপক সমর্থন জানান। বিক্ষোভকারীরা দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক স্তরে এই ঘটনার কড়া নিন্দা হওয়া উচিত। তারা আরও বলেন, “হিন্দুদের অধিকার রক্ষার জন্য যেকোনো মূল্যে লড়াই করতে প্রস্তুত।”

















