কলকাতা: বৃহস্পতিবার মাঝরাতে ওড়িশার ভিতরকানিকা ও ধামারা অঞ্চলের মাঝে সাইক্লোন ডানা-র আঘাত লেগেছে। শুক্রবার সকাল পর্যন্ত চলেছে ভূমি স্পর্শের প্রক্রিয়া। সাইক্লোনের প্রভাবে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে রাত থেকেই ঝোড়ো বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। কিছু স্থানে সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার। ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টি পড়ছে।
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও তার মারাত্মক প্রভাব পড়েছে। পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিও ঝড়ের প্রভাবের মুখে পড়েছে। কলকাতায় যদিও বড় প্রভাব দেখা যায়নি, তবে সকাল থেকে বৃষ্টি বেড়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতভর নবন্নার কন্ট্রোল রুমে থেকে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কন্ট্রোল রুমের পাশাপাশি অফিসেও কাজ চালিয়ে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন। এছাড়াও, রাজ্যের পাঁচজন মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য।
অধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনায় শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টি জারি থাকবে। বৃষ্টি হ্রাস পেতে শুরু করলেও সাইক্লোনটির শক্তি আজ বিকেলের দিকে কিছুটা কমে একটি প্রবল নিম্নচাপে পরিণত হতে পারে। শনিবার সকাল নাগাদ আরও শক্তিক্ষয় হবে বলে আশা করা হচ্ছে। শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশার আবহাওয়া আকাশ পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।