City Today News

পরিচ্ছন্নতা অভিযানে আসানসোলের মেয়র, ঝাড়ু হাতে রাস্তায় নেমে নজির!

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোল পৌরনিগম ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত “স্বচ্ছতা সেবা অভিযান” শুরু করেছে, যা মহাত্মা গান্ধীর জন্মদিনে পরিচ্ছন্নতার বার্তা ছড়ানোর লক্ষ্য নিয়েছে। মেয়র বিধান উপাধ্যায় নিজেই ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেন। তিনি জনগণকে তাদের এলাকায় ময়লা না ছড়ানোর এবং আসানসোলকে পরিচ্ছন্ন করতে পৌরনিগমের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

মেয়রের বার্তা
মেয়র বলেন, “পরিচ্ছন্নতা আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই আমাদের এলাকা পরিষ্কার রাখার শপথ নেব এবং আসানসোলকে পরিচ্ছন্ন করতে সহযোগিতা করব।” তিনি আরও জানান, এই অভিযান শুধুমাত্র মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নয়, বরং সাধারণ নাগরিকদের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য অত্যন্ত জরুরি।

অভিযানের সাফল্য
এই পরিচ্ছন্নতা অভিযান ২ অক্টোবর সমাপ্ত হবে। মেয়র বিশেষভাবে উল্লেখ করেন যে, পরিচ্ছন্নতা কেবলমাত্র পৌরনিগমের দায়িত্ব নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। এই অভিযানের আওতায়, পুরসভা বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ দল নিয়োগ করেছে এবং জনগণকে ময়লা না ফেলার অনুরোধ করা হচ্ছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment