City Today News

চিনাকুড়ি কয়লাখনিতে উত্তেজনা: স্থানীয়দের বঞ্চনার অভিযোগে বিক্ষোভ

পশ্চিম বর্ধমানের কুলটির চিনাকুড়ি নং ১ এবং ২ ইসিএল কয়লাখনিতে শনিবার স্থানীয়দের চাকরির দাবিতে তীব্র বিক্ষোভ দেখা দেয়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইসিএলের চিনাকুড়ি নং ১ খনিতে একটি বেসরকারি সংস্থাকে কয়লা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে এবং স্থানীয়দের চাকরি দেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি।

প্ল্যাকার্ড হাতে খনির সামনে বিক্ষোভ

শনিবার বহু গ্রামবাসী একত্রিত হয়ে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কয়লাখনির সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে স্থানীয় বাসিন্দাদের চাকরি দিতে হবে। বিক্ষোভকারীদের বক্তব্য, চাকরির জন্য বহু আবেদনপত্র জমা পড়লেও তা আমলেই নেওয়া হয়নি।

পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ

ঘটনার খবর পেয়ে নিযামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কুলটি থানার ওসি রাকেশ গোরাই জানান, স্থানীয় বাসিন্দাদের চাকরি দেওয়ার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দুটি আলাদা কমিটি থেকে আবেদনপত্র জমা পড়ায় সমস্যা তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের একত্রিত হয়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে, কিন্তু তারা এখনো তা করেননি।

বিক্ষোভের জেরে উত্তেজনা

বিক্ষোভের জেরে খনির কাজ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রের খবর, চাকরির দাবিতে এই আন্দোলন আগামী দিনে আরও বড় আকার নিতে পারে। প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

City Today News

ghanty

Leave a comment