বরাকর / আসানসোল:
ডিজে বাজানোকে কেন্দ্র করে বরাকরে চরম উত্তেজনা ছড়াল। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত মনবেড়িয়া এলাকায় রবিবার রাত প্রায় ১০টা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই মারামারির ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সোমবার সকাল পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরাকরের মনবেড়িয়া শিবমন্দির সংলগ্ন বালুঙ্কর এলাকায় এলাকারই দুই গোষ্ঠীর পিকনিক চলছিল। সেই সময় ডিজে বাজানোকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে সেই বিবাদ হাতাহাতিতে রূপ নেয়। পরে ওই ঝামেলা পাড়ায় ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শুরু হয় ইট-পাটকেল ছোড়া, যার ফলে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি যাতে আবার উত্তপ্ত না হয়, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।











