বারাবনিতে পুলিশের বিশেষ উদ্যোগ! পরীক্ষার্থীদের জন্য জলের বোতল, ফুল ও কলম বিতরণ!

বারাবনি: আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫। বারাবনি থানার উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ আয়োজন করা হয়স্কুলের গেটের বাইরে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল জলের বোতল, গোলাপ ফুল ও দুটি করে কলম—যাতে তাঁরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারেন।

📌 পরীক্ষাকেন্দ্রে বিশেষ উদ্যোগ, ছাত্রদের পাশে প্রশাসন!

➡️ এবছর বারাবনি ব্লকের তিনটি স্কুলকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে
📍 দোমোহনি কেলে জোড়া বয়েজ এন্ড গার্লস স্কুল
📍 জামগ্রাম আঞ্চলিক হাই স্কুল

abs academy of nursing

➡️ বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি নিজে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের শুভকামনা জানান
➡️ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মার্ডি-ও পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহিত করেন।
➡️ পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য বারাবনি থানার পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন

Barabani Higher Secondary Exam2

🔹 পরীক্ষার্থীদের জন্য পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ!

বারাবনি থানার উদ্যোগে এই অভিনব প্রয়াস পরীক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে
🖋️ “পরীক্ষার আগে একটু ভালোবাসা আর শুভেচ্ছা পেলে মনোবল বাড়ে,”—বলছে এক পরীক্ষার্থী।
🌹 “ফুল পেয়ে মন ভালো হয়ে গেল, এখন নিশ্চিন্তে পরীক্ষা দেব,”—জানালো আরেকজন।

🔹 কড়া নিরাপত্তায় পরীক্ষা, কোনোরকম গাফিলতি বরদাস্ত নয়!

Commercial shops for sale

📌 বারাবনি থানার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে
📌 প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কেউ অসদুপায় অবলম্বন করতে না পারে।
📌 পরীক্ষার পরিবেশ স্বচ্ছ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন সজাগ রয়েছে

🔹 “ছাত্রদের পাশে আছি, শুভকামনা রইল” – বারাবনি থানার বার্তা

💬 দিব্যেন্দু মুখার্জি বলেন,
“উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের মনের শক্তি বাড়াতে আমাদের এই ছোট্ট প্রয়াস।”

💬 পূজা মার্ডি বলেন,
“পরীক্ষার্থীদের সাফল্য কামনা করছি। তারা যেন ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেয়!”

agarwal enterprise

✅ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় বারাবনি থানার ব্যতিক্রমী উদ্যোগ!

➡️ আগামী কয়েকদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে
➡️ ছাত্র-ছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে প্রশাসন তৎপর
➡️ সকলের শুভেচ্ছা নিয়ে পরীক্ষার্থীরা এগিয়ে চলেছে নিজেদের স্বপ্নপূরণের পথে

ghanty

Leave a comment