আসানসোলের শান্তিনগর এলাকায় কর্পোরেশনের টাউন প্ল্যানারের বিরুদ্ধে অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী এক প্রতিবেশী মহিলা জানিয়েছেন, টাউন প্ল্যানারের ব্যক্তিগত সম্পত্তিতে আইনবিরোধী নির্মাণ কাজ চলছে। অসহায় মহিলা মুখ্যমন্ত্রী থেকে মেয়র, সবাইকেই এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন।
মেয়রের কড়া বার্তা: আইনের কাছে সবাই সমান
আসানসোলের মেয়র গোটা বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মেয়র জানিয়েছেন, “আইন সবার জন্যই সমান। কারও পেশা বা সামাজিক-অর্থনৈতিক অবস্থার কারণে আইনের প্রয়োগ আলাদা হবে না। সত্যের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।”
টাউন প্ল্যানার অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, নির্মাণের কাজ সম্পূর্ণ বৈধ এবং অনুমতি নিয়েই চলছে। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্পোরেশন।
প্রতিবেশীর বক্তব্য
অভিযোগকারী মহিলা জানিয়েছেন, “আমার বাড়ির পাশে টাউন প্ল্যানার বেআইনি নির্মাণ করছে। আমরা অসহায় বোধ করছি। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।”
তদন্তে নেমেছে কর্পোরেশন
মেয়রের হস্তক্ষেপে ইতিমধ্যেই কর্পোরেশনের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়র স্পষ্ট জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।