City Today News

ধেমোমেন কোলিয়ারির পূজা: তাজ হোটেল থিমে ৩০ লক্ষ টাকার প্যান্ডেল!

আসানসোলে দুর্গাপূজার কথা বললে ধেমোমেন কোলিয়ারির পূজা মণ্ডপের উল্লেখ না করা অসম্ভব। বছরের পর বছর এই পূজা প্যান্ডেল খবরের শিরোনামে থেকেছে। এবার ধেমোমেন পূজা প্যান্ডেল তৈরি হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে। ক্লাবটি এই বছর তার ৫৮তম বর্ষ উদযাপন করছে। পূজা প্যান্ডেলের নির্মাণ শুরু হয়েছে তিন মাস আগেই এবং এখন এটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

প্রতিবছরের মতো এবারও বিশাল ভিড় হবে বলে আশা করা হচ্ছে, তাই নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পূজার বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। কথিত আছে যে, কোম্পানি স্থাপনের সময় থেকেই এই পূজা এখানে পালিত হয়ে আসছে। এই পূজার জন্য শ্রমিকরা স্বেচ্ছায় এক দিনের বেতন প্রদান করেন এবং স্থানীয় জনগণের সাহায্যে পূজা সম্পন্ন হয়। শুধু পূজা মণ্ডপ নয়, এখানকার আলোকসজ্জাও অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।

এবছর ধেমোমেন পূজা মণ্ডপে শুধু তাজ হোটেলের থিম নয়, বিশেষভাবে ডিজাইন করা আলোকসজ্জাও ভিড়ের আকর্ষণ হবে। এখানকার প্যান্ডেল নির্মাণের কারুকার্য দেখে মনে হবে যেন মুম্বাইয়ের তাজ হোটেলকে আসানসোলে নিয়ে আসা হয়েছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment