• nagaland state lotteries dear

উৎসবের আগেই দুর্ভোগ: ৪৯ নম্বর ওয়ার্ডে মেরামতের দাবি তুঙ্গে

আসানসোল: বড়দিনের ঠিক আগে উৎসবের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন আসানসোলের ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম হতাশায় ভুগছেন। এলাকার রাস্তার ভয়াবহ অবস্থার কারণে তাঁরা বড়দিন পালনে বাধার সম্মুখীন হচ্ছেন।

মেয়রের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা

সোমবার, এলাকার সমাজকর্মী উইলসন হুইলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের অভিযোগ, গত তিন মাস ধরে রাস্তার অবস্থা ভাঙা ও গর্তে ভরা। কোনো কাজ সঠিকভাবে শেষ হচ্ছে না। “আমাদের সবচেয়ে বড় উৎসব বড়দিন মাত্র সাতদিন দূরে। এই রাস্তায় কীভাবে আমরা সাজসজ্জা করব?” প্রশ্ন তোলেন তাঁরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতায় উদাসীন পুরসভা

বাসিন্দাদের দাবি, রাস্তার পাশাপাশি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও থমকে রয়েছে। প্রতিবছর বড়দিনে রাস্তা আলোকসজ্জা ও নানান অনুষ্ঠানের মাধ্যমে উৎসব পালিত হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দূর-দূরান্ত থেকে এই উৎসবে যোগ দেন। কিন্তু এবারের অবস্থার জন্য তাঁরা চরম উদ্বিগ্ন।

মেয়রের নির্দেশে হতাশ বাসিন্দারা

উইলসন হুইলার জানান, মেয়রের কাছে অভিযোগ জানাতে গিয়ে তাঁরা আশ্বাসের বদলে দ্বিধায় পড়েছেন। “মেয়র আমাদের ডিই-র (ডেপুটি ইঞ্জিনিয়ার) কাছে যেতে বলেছেন। কিন্তু সেখানে গিয়ে কী হবে, তা জানি না,” বলেন তিনি। তিনি স্পষ্ট করে দেন, “যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমরা রাস্তা অবরোধে নামব।”

বাসিন্দাদের চূড়ান্ত হুঁশিয়ারি

স্থানীয়দের মতে, যদি আগামী কয়েকদিনের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু না হয়, তবে তাঁরা প্রশাসনের বিরুদ্ধে আরও বড় আন্দোলনে নামবেন। বড়দিনের আনন্দ ফিরিয়ে আনতে তাঁদের আবেদন, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হোক।

ghanty

Leave a comment